1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

নালিতাবাড়ীতে বিদ্যুৎ ঘাটতি বিষয়ক অবহিতকরণ সভা

  • আপডেট টাইম :: বুধবার, ৬ এপ্রিল, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : সাম্প্রতিক সময়ে বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের ফলে বিদ্যুৎ ঘাটতি বিষয়ক অবহিতকরণ সভা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম, বিদ্যুৎ বিভাগ নালিতাবাড়ীর আবাসিক প্রকৌশলী সুশান্ত পাল, পল্লী বিদ্যুত নালিতাবাড়ী শাখার ডিজিএম মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, নাকুগাঁও আমদানি রফতানি কারক সমিতির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, জ্বালানি সংকট বিশেষ করে গ্যাস উৎপাদন কম হওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। যেহেতু উৎপাদন কমে গেছে সে কারণে বিদ্যুৎ সরবরাহ কমে গেছে। যেখানে নালিতাবাড়ী উপজেলায় সর্বমোট বিদ্যুৎ চাহিদা প্রায় দেড়শ মেগাওয়াট। সেখানে বরাদ্দ পাওয়া যাচ্ছে ৭০-৮০ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পর্যন্ত সকলকে বিভ্রান্তি এড়িয়ে সংকট মোকাবেলায় বিদ্যুতের অপচয় রোধের আহবান জানানো হয়। তবে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে বলে বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!