বাংলার কাগজ ডেস্ক : গত ১৫ জুলাই নড়াইলে দিঘলিয়ার দুইশতাধিক হিন্দু পরিবারের ঘর-বাড়িসহ দোকানপাট, মন্দিরে অগ্নিসংযোগ, লুণ্ঠন, ভাংচুরের প্রতিবাদে নিন্দা জানিয়ে বিচার দাবী করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলার সম্পাদক কমরডে রাজিয়া সুলতানা।
রোববার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এ হামলা চালিয়েছে। আমরা শেরপুর জেলাবাসীর পক্ষ থেকে এ নারকীয় হামলার তীব্র নিন্দা জানিয়ে এর দৃষ্টান্তমূলক বিচার দাবী করছি।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্র লাগাতার সাম্প্রদায়িক হামলার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়।
– প্রেস বিজ্ঞপ্তি