1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নকলায় ১২ চালককে জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জুলাই, ২০২৩

নকলার (শেরপুর) : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শেরপুরের নকলায় ১২ বাস চালককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৮ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন নকলা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাইস্কা বাইপাস এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

প্রশাসন জানায়, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে- এমন কিছু অভিযোগের প্রেক্ষিতে সকালে পাইস্কা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ সিএনজি ও বাস চালককে ১৩ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতে যেন যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সেজন্য সতর্ক করা হয়। অভিযানকালে পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!