ঝিনাইগাতী (শেরপুর) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের ব্যক্তিগত উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর, দুধনই ও বাকাকুড়া গ্রামের বিভিন্নপাড়া-মহল্লায় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত আয়নাপুর উচ্চ বিদ্যালয় মাঠ, দুধনই উচ্চ বিদ্যালয় মাঠ ও বাকাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৯শ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, আটা, তেল, ডাল, আলু, চিনি ও সেমাই।
এসময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক আঃ সালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপন, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আঃ মান্নানসহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে বিএনপির জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, করোনা ভাইরাসের মহামারিতে চরম বিপর্যয়ের মুখে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। তাই বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল এবং আগামীতেও যে কোনো দূর্যোগে জনগণের পাশে থাকবে।
সাবেক এমপি মাহমুদুল হক রুবেল জানান জানান, শেরপুর জেলাসহ বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত ৪০ হাজার পরিবারের মধ্যে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো দেওয়া হবে। খাদ্য সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।
– মোহাম্মদ দুদু মল্লিক