ইউক্রেনের বিপক্ষে হারলে ছিটকে যেতে হবে—এমন ম্যাচে শুরু থেকে চেষ্টা করেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ফিরেই দ্বিতীয় মিনিটে চোখ ধাঁধানো শটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন থিয়াগো আলমাদা। মাঝমাঠে ক্রিস্তিয়ান মেদিনার কাছ থেকে পাওয়া বল টেনে নিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া জোড়াল শটে স্কোর করেন তিনি।