1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২২ গাড়ি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত করা হয়েছে ২২টি গাড়ি। তাদের জন্য প্রস্তুত হচ্ছে বাড়িও। আজ বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুর আড়াইটার দিকে দেশে ফিরেছেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের আয়োজনে সব প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। উপদেষ্টাদের বাসভবন প্রস্তুতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনীয়সংখ্যক গাড়িও প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের যানবাহন অধিদপ্তরকে। নির্দেশনা অনুযায়ী, প্রস্তুত রাখা হয়েছে ২২টি নতুন গাড়ি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডাব্লিউর অত্যাধুনিক সিরিজের গাড়ি।

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আবুল হাছানাত হুমায়ুন কবীর গতকাল বুধবার বলেন, ‘প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের জন্য গাড়ি প্রস্তুত রাখার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত করা হচ্ছে সরকারি বাড়ি। জানা গেছে, শপথ নেওয়ার পর রাজধানীর রমনা এলাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন ড. ইউনূস। দায়িত্ব পালনকালে তিনি সেখানেই থাকবেন। এ জন্য যমুনা প্রস্তুত করা হচ্ছে।

আবাসন পরিদপ্তরের পরিচালক মো. শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য আমাদের বাসভবন চাওয়া হয়েছে। সাবেক সরকারের অনেক দায়িত্বশীল ব্যক্তিদের নামে সেগুলো বরাদ্দ রয়েছে। তাঁদের তো আর পাওয়া যাচ্ছে না। তাঁদের একান্ত সচিব/সহকারী একান্ত সচিবকে বলেছি বাসভবনগুলো খালি করতে। তাঁরা শুক্রবারের মধ্যে খালি করে দেবেন বলে জানিয়েছেন।’

আজ রাত ৮টায় বঙ্গভবনের দরবার হলে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারে ড. ইউনূসের নেতৃত্ব ১৫ জনের মতো সদস্য থাকতে পারেন বলে গতকাল জানিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে কে বা কারা থাকছেন, এ পর্যন্ত তা জানা যায়নি। তবে বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে।

এই সরকারে ছাত্র, শিক্ষক, আলেম, সিভিল সোসাইটিসহ সব পেশার মানুষের প্রতিনিধি থাকবেন—এমনটি প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com