স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের নিকট থেকে বোর ধান ক্রয়ের লক্ষ্যে তালিকাভুক্ত কৃষকের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি অফিসের সহায়তায় এ লটারি অনুষ্ঠিত হয়।
নকলা উপজেলায় বোরো মৌসুমে ১২২১ কৃষকের মাঝে ২৪৪১ মেঃট্রন ধান ক্রয় করা হবে, যার জন্য ৬৯৯৭জন কৃষক আবেদন করেন।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে লটারি অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লুৎফর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফজলুল হক মনিসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক উপস্থিত ছিলেন।