নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেননি প্রয়াত সংসদ সদস্য ও সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর পুত্র প্রকৌশলী ফাহিম চৌধুরী।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সভায় এ কথা জানান তিনি। এসময় তিনি বলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর আমার এবং আমার পরিবারের উপর অবর্নণীয় নির্যাতন করা হয়েছে। আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সবদিক থেকে এমন চাপ তৈরি করা হয়েছে যে, আমি আমার মা ও স্ত্রীসহ সবাইকে দেশের বাইরে চলে যেতে হয়েছে। যার ফলে আপনাদের সাথে গেব তৈরি হয়েছে। এ জন্য আমি ক্ষমা প্রার্থী।
এসময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নকলা ও নালিতাবাড়ী নিয়ে গঠিত শেরপুর-২ আসনে নিজেকে বিএনপি’র প্রার্থী হিসেবে ঘোষণা দেন। একই সময়ে তিনি দলীয় মনোনয় পাবেন বলেও শতভাগ আশ^স্ত করেন।
নয়াবিল ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং শহর বিএনপির যুগ্ম-আহবায়ক সারোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফজলুল হক দেলোয়ার, উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ন কবীর, শহর বিএনপি’র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, বিএনপি নেতা মাসুদ তালুকদার, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক মুক্তার হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
এর আগে বিকেলে আশপাশের ইউনিয়ন থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শতশত নেতাকর্মী ও সমর্থক মিছিল সহকারে কর্মীসভায় যোগ দেন। সন্ধ্যার আগেই মাঠ পরিপূর্ণ হয়ে যায়। কর্মীসভা শেষে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি জেলা বিএনপি’র নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে নয়াবিল বাজারে আনন্দ মিছিল করেন।
সন্ধ্যায় ফাহিম চৌধুরী নালিতাবাড়ী শহরে প্রবেশ করলে উত্তর গড়কান্দা পল্লী বিদ্যুৎ বাইপাস মোড় থেকে বিশাল গাড়ি বহর ফাহিম চৌধুরীকে স্বাগত জানিয়ে গ্রহণ করেন ও কর্মীসভায় নিয়ে যান। সংসদ নির্বাচনকে সামনে রেখে ফাহিম চৌধুরী প্রথম বারের মতো নয়াবিলের কর্মীসভায় যোগদান করেন। পরে মিরপুরে শহীদ আসিফের গ্রামের বাড়ি কেরেঙ্গাপাড়ায় গিয়ে কবর জিয়ারত করেন এবং ফুলপুর বান্দের বাজারে উপস্থিত মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে বারমারীর এক ধর্মসভায় যোগ দেন ফাহিম চৌধুরী।