1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

বান্দরবানে প্রথমবারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী ক্রীড়া মেলা 

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

বান্দরবান : বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো বান্দরবানে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ক্রীড়া মেলা। চলতি মাসে আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে এই ক্রীড়া মেলা।

সপ্তাহব্যাপী ক্রীড়া মেলায় থাকছে সাঙ্গু নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, রাজার মাঠে ফুটবল, বলিখেলা, কাবাডি, তৈলাক্ত বাঁশ আরোহন, মহিলাদের এ্যাথলেটিক্স, ঈদগাহ মাঠে একদিনের প্রীতি ক্রিকেট ম্যাচ, জিমনেসিয়ামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও টেবিল টেনিসসহ ৯টি খেলার ইভেন্ট অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া মেলার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, বান্দরবানে ক্রীড়ার ক্ষেত্রে গর্ব করার মতো অর্জন রয়েছে। ফুটবল, ক্রিকেট, হকি, হ্যান্ডবল, সাঁতার, নৌকা বাইচ, বক্সিং, কারাতে ও টেবিল টেনিসসহ বিভিন্ন ইভেন্টে এখানকার খেলোয়াড়রা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। কিন্তু যথেষ্ট সম্ভাবনা ও সুযোগ থাকা সত্বেও বিগত দিনে ক্রীড়া চর্চার প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদী কার্যকর ভূমিকা না রাখার কারণে এখানকার ক্রীড়াঙ্গন অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। দীর্ঘ সময় মাঠে খেলাধুলা না থাকায় খেলোয়াড়রা এখন আর আগের মতো মাঠমুখী হচ্ছে না। স্থানীয় ক্রীড়াঙ্গনে উন্নয়ন ও নবীন খেলোয়াড়দের খেলাধূলায় উৎসাহিত ও নিয়মিত চর্চাসহ পর্যটন শহরকে ক্রীড়া ও বিনোদনে সমৃদ্ধ করার লক্ষ্যে সম্মিলিত ক্রীড়া পরিষদের এমন আয়োজন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি নিনিপ্রু মারমা, সহ-সভাপতি রাজেশ দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এখিংনুসহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com