স্পোর্টস ডেস্ক : দাপট দেখিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ। যথারীতি চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশেও রয়েছে তাদের আধিপত্য।
বায়ার্নের খেলোয়াড়দের আধিপত্যের তোপে গোল ডটকমের করা সেরা একাদশে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো তারকাদের। অবশ্য তাদের ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্সের কারণেই তারা জায়গা পাননি সেরা একাদশে।
১৫ বছর পর দুই তারকাকে ছাড়া হয়েছে ফাইনাল। এবার চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশেও জায়গা হল না তাদের। তবে জায়গা পেয়েছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার দ্য সিলভা জুনিয়র।
সেরা একাদশের মধ্যে ৮ জনই বায়ার্নের। একজন পিএসজির, একজন বরুসিয়ার ও একজন লাইপজিগের।
১. গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন),
২. রাইট ব্যাক: জশুয়া খিমিচ (বায়ার্ন),
৩. সেন্টার ব্যাক: দায়োত উপামেকানো (লাইপজিগ),
৪. সেন্টার ব্যাক: ডেভিড আলবা (বায়ার্ন),
৫. লেফট ব্যাক: আলফাসানো দাভিয়েস (বায়ার্ন),
৬. রাইট উইং: সার্জি জিনাব্রি (বায়ার্ন),
৭. সেন্টার মিডফিল্ডার: থিয়াগো আলকানতারা (বায়ার্ন),
৮. সেন্টার মিডফিল্ডার: থমাস মুলার (বায়ার্ন),
৯. লেফট উইং: নেইমার দ্য সিলভা (পিএসজি),
১০. স্ট্রাইকার: এর্লিং হালান্ড (বরুসিয়া),
১১. স্ট্রাইকার: রবার্ত লেভানডোফোস্কি (বায়ার্ন)।