1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

সাতক্ষীরায় ৪ খুন: চাপাতি দিয়ে কুপিয়ে হত‌্যা করে রায়হানুল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় বড়ভাই শাহীনুল রহমানসহ চার জনকে একাই হত্যা করেছে বলে স্বীকার করেছে ছোট ভাই রায়হানুল। কাউকে জানানোর ভয় না থাকায় শিশু মারিয়াকে হত্যা করেনি বলে জানায় সে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা সিআইডি অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির খুলনা বিভাগীয় অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

সংবাদ সম্মেলনে তিনি জানান, রায়হানুল বেকার ছিল। ঘটনার দিন সন্ধ্যায় খাওয়ার খোটা দিয়ে তাকে গালমন্দ করেন ভাবী সাবিনা খাতুন। তখনই ভাবীকে হত্যার পরিকল্পনা করে সে। রাতে টিভি দেখার সময় বিদ্যুৎ বিল বেশি হবে বলে তাকে বকা দেন বড় ভাই শাহিনুল রহমান। এসময় সে ক্ষুব্ধ হয়ে তাকেও হত্যার পরিকল্পনা করে। পরে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ভাই ও ভাবীকে খাওয়ায় রায়হান।

অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক আরও জানান, রাতে দরজা না লাগিয়ে বাইরের কলাপসিবল গেট লাগিয়ে শাহিনুলসহ পরিবারের সবাই ঘুমাতে যায়। রাতের শেষ ভাগে গাছ বেয়ে চিলেকোঠা দিয়ে ঘরে প্রবেশ করে রায়হানুল। প্রথমে ঘুমন্ত ভাই ও ভাবীকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করে। ছেলে সিয়াম ও মেয়ে তাসনিম জেগে গেলে তাদেরকেও হত্যা করে। পরে সে চাপাতি পুকুরে ফেলে দিয়ে গোসল করে ঘুমাতে যায়।

তিনি আরও জানান, রায়হানুলের স্বীকারোক্তিতে বাড়ির পাশের পুকুর থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। রায়হানুলকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভোর রাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামের শাহাজান আলীর ছেলে মৎস্য হ্যাচারি মালিক শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী ও মেয়ে তাসনিম সুলতানাকে হত‌্যা করা হয়। তবে, তাদের চার মাসের শিশু কন্যা মারিয়া সুলতানাকে বাঁচিয়ে রাখা হয়।

শাহিনুলের শ্বাশুড়ি ময়না খাতুন বাদি হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডি পুলিশকে।

হত্যার দিনই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নিহতের ছোট ভাই রায়হানুলকে। পরের দিন রায়হানুলকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে রায়হানুলকে পুলিশের রিমান্ডে নেওয়া হয়।

হত্যার ঘটনায় নিহত শাহিনুর রহমানের ভাই রায়হানুল ইসলামসহ এখন পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com