1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

শার্শায় পাকা কলার দাম অস্বাভাবিক বৃদ্ধি

  • আপডেট টাইম :: রবিবার, ৩ এপ্রিল, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : রমজান শুরুতেই পাকাকলার বাজারে কলার অস্বাভাবিক দাম.নাভিশ্বাষ হয়ে পড়েছে ক্রেতা সাধারণ। এমনই চড়াদাম দেখা গেছে নাভারন বাজারে। যশোরের শার্শা উপজেলার নাভারন বাজার ঘুরে দেখা যায় রমজানের প্রথম দিনেই বাজিমাত করেছেন কলা ব‍্যবসায়ীরা।
গত কয়েকদিন আগেও যে সাগর কলা ছিল ২০ থেকে ২৫ টাকা। সে সাগর কলা এখন ৫০টাকা। চাপা কলা ছিল ৩০ থেকে ৪০ টাকা। সে চাপা কলা এখন ৬০ টাকা। মত্তমান ছিল কলা ৪০ টাকা। সে কলা এখন ৭০ টাকা। বিশেষ করে, নিম্ন শ্রনীর, নিম্ন আয়ের ক্রেতা সাধারণের মাঝে দেখা গেছে হতাশা। অনেকে কলা না কিনে ফিরে যাচ্ছেন খালী হাতে।
হতাশাগ্রস্ত ক্রেতারা ক্ষোভ করে বলেন, রমজান মাসের কলার এমন চড়াদাম আগে কখনও দেখা যায়নি। সাধারণ মানুষ মাছ-মাংসসহ ভাল তরকারির পাশাপাশি পাকা কলা দিয়ে সেহেরি করে থাকে। বিশেষ করে, গরীব অসহায় মানুষগুলো। কিন্তু এবার কলার এমন অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে কলা দিয়ে ভাত খাবার খায়েশ অনেকটা ঘুচিয়ে গেছে ক্রেতা সাধারণের।
রমজান মাসে নিত‍্যপন‍্যসহ দ্রব‍্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। সেখানে কলার এমন চড়াদাম। কলার মূল্য ক্রেতা সাধারণের সহনীয় পর্যায় রাখতে সংশ্লিষ্ট বাজার নিয়ন্ত্রণ কমিটির আশু হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন সচেতন ক্রেতা সাধারণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!