1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ঝিনাইগাতিতে নিখোঁজের ৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, ১২ নাবিক নিখোঁজ বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী জিআই স্বীকৃতি পেলো টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত: অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ পবিত্র ভোটের মাধ্যমে নালিতাবাড়ীতে থাকার সুযোগ চাইলেন হাজি মোশারফ গাজায় গণকবর: স্বাধীন তদন্তের নির্দেশ জাতিসংঘের, দাবি আন্তর্জাতিক সংস্থাগুলোর ৪১.৬ ডিগ্রিতে তাপমাত্রা, ১৬ জেলায় তীব্র তাপপ্রবাহ নালিতাবাড়ীতে ছাগলে ধানক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, মারধর

বান্দরবানে ফুটবল খেলোয়াড় সমিতি গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ মে, ২০২৩

বান্দরবান : দীর্ঘদিন কোভিড মহামারি কারণে খেলাধুলা সহ বিপর্যস্ত ছিল প্রতিটি সেক্টর। এরই ধারাবাহিকতায় বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতি এর উদ্যোগে শুরু হতে যাচ্ছে বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতি গোল্ডকাপ টুর্নামেন্ট। এই উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি।

বৃহস্পতিবার (২৫মে) সন্ধ্যায় ছয়টার দিকে রাজারমাঠ সংলগ্ন চড়ুই ভাতি রেস্টুরেন্টের ফুটবল খেলোয়াড় সমিতি উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতি আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক ক্যচিং অং মারমা, তথ্য ও প্রচার উপ-কমিটির আহবায়ক লুৎফুর রহমান (উজ্জ্বল), সদস্য উজ্জ্বল তংচগ্যা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়বৃন্দ।

আয়োজকরা জানান, আজ শুক্রবার (২৬ মে) ঐতিহ্যবাহী রাজার মাঠে খেলোয়াড় সমিতি গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে টুর্নামেন্ট শুভ উদ্বোধন করবেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ও পুলিশ সুপার মো. তারিকুল ইসলামসহ অনান্য কর্মকর্তা থাকার কথা রয়েছে।

আয়োজকরা আরও জানান, ফূটবল টুর্নামেন্টের নক আউট পদ্ধতিতে স্থানীয় ৬টি টিমসহ সর্বমোট ৮টি টিম অংশগ্রহণ কররেছন। উদ্বোধনী খেলায় লোহাগাড়া যুব ফুটবল একাদশ মুখোমুখি হতে যাচ্ছে চকরিয়া ফুটবল একাদশ। খেলায় সর্বোচ্চ সময় ধরা হয়েছে ৮০মিনিট । তাছাড়া এই খেলায় পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের ৫০ হাজার টাকা, রানার্স আপ ৩০ হাজার টাকাসহ ম্যান অফ ম্যাচ ও আরো রয়েছে র্যাফেল ড্র ও আকর্ষণীয় পুরষ্কার। খেলায় চারিদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

এসময় বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতি আহ্বায়ক মো. রফিকুল আলম বলেন, দীর্ঘ মহামারি করোনাভাইরাস কারণে খেলাধুলাসহ বিভিন্ন সেক্টর বিপযর্স্ত ছিল। এর কারণে সবুজ মাঠ থেকে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। তাই দীর্ঘ পাঁচ বছর পর আবারো নতুন ভাবে খেলাধুলা উজ্জীবিত হতে যাচ্ছে। এবারের ফুটবল টুর্নামেন্ট জমকালো আয়োজনে শুরু হবে। টুর্নামেন্ট সফল করতে ইতিমধ্যে মাঠের লে-আউটসহ মাঠ প্রস্তুত রয়েছে। আগামীতে আরো বড় ধরনের আয়োজন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তাছাড়া মিডিয়া পাটনার হিসেবে সিএইচটি টাইমস ডট কম থাকবেন। তাই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতাও কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!