1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন: প্রতিদ্বন্দ্বি তিনটি পদেই পরিবর্তন

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুন, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিদ্বন্দ্বি তিনটি পদেই পরিবর্তন ঘটিয়েছেন সচেতন ভোটার শিক্ষকরা।

শনিবার (৩ জুন) গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ার প্রতীকে ১৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাঘবেড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে বই প্রতীকে ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান মুছা এবং সহসভাপতি পদে টেলিভিশন প্রতীকে ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মধ্য নালিতাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ।

অন্যদিকে সভাপতি পদে ছাতা প্রতীকে ১৮২ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন উত্তর নাকশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীকে ১৭৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন এবং সহসভাপতি পদে মোবাইল প্রতীকে ১৭১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন নয়াবিল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম।

তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!