1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

সারাদেশে ‘মুজিব কানন’ গড়ে তোলার আহ্বান

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

মনজুরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) : সারাদেশে মুজিব কানন গড়ে তোলার আহবান জানিয়েছেন ৩২ আনসার ব্যাটালিয়নের কর্মকর্তা ও সদস্যরা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচী পালনকালে শেরপুরের নালিতাবাড়ীতে এ আহবান জানান তারা।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩২ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে সদ্যনির্মিত ‘মুজিব কাননে’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, প্রমাণচিত্র প্রদর্শন, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এসময় ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দেশপ্রেমিক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে আজ পর্যন্ত দেশ গড়ার আন্দোলনে প্রতিটি জাতীয় সংকটে আনসার বাহিনীর ঝাঁপিয়ে পড়ার কথা তুলে ধরে তিনি বঙ্গবন্ধুর প্রতিটি দিবস পালনের জন্য সারাদেশে একটি করে ‘মুজিব কানন’ গড়ে তোলার দাবি জানান।

এসময় ৩২ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক এএসএম আজিম উদ্দিন, পিভিএমএস, কোম্পানি কমান্ডার আশিকুর রহমান, সহকারী প্লাটুন কমান্ডার, এডিশনাল প্লাটুন কমান্ডারসহ ৩২ আনসার ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!