1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদতবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): সারা দেশের ন্যয় শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এতে মুখ্য আলোচক ছিলেন- সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান এর উপস্থাপনায় অন্যাদের মাঝে ব্ক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল কবীর,
অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব সাহা, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।
উক্ত কর্মসূচীতে প্রশাসনে বিভিন্ন দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলা আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে উপজেলাব্যাপী বিভিন্ন কর্মসুচী পালন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!