1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

সোমবারের সংঘর্ষে প্রাণহানি, ঢামেকে ৪০ মরদেহ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে সোমবার রাজধানীতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বহু হতাহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৪০ জনের মরদেহ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)। তাদের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় শনাক্ত হয়নি। একই সঙ্গে ঢামেকে চিকিৎসা দেওয়া হয়েছে ৩৯৭ জনকে এবং ভর্তি নেওয়া হয়েছে ৭১ জনকে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সোমবারের সংঘর্ষে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত যাত্রাবাড়ী, শনির আখড়া, বংশাল, কাজলা, দনিয়াসহ আশপাশের এলাকা থেকে গুলিবিদ্ধ হয়ে ৩৯৭ জন চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ৭১ জনকে ভর্তি দেওয়া হয়েছে। ৪০ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের অধিকাংশই গুলিবিদ্ধ।

নিহতরা হলেন-

১. যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. রাসেল (২৫), তিনি পেশায় বাসের হেলপার; ২. কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন অজ্ঞাতপরিচয় যুবক (২৭); ৩. কাজলা এলাকার অনাবিল হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমরান (২৫), তিনি পেশায় ওয়ার্কসপ কর্মী; ৪. কাজলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আব্দুর রহমান (২২), তিনি সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী; ৫. ঢামেক হাসপাতালের নতুন ভবনের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মানিক মিয়া (৩০), তিনি যমুনা ব্যাংকের চাকরিজীবী; ৬. রাকিব হোসেন (২৪) ঢামেক হাসপাতালের নতুন ভবনের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন, তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র; ৭. যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে গুলিবিদ্ধ হন আজমত আলী (৩৫); ৮. যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু ইসহাক (৫২), তিনি সৌদি প্রবাসী ছিলেন বলে জানা গেছে; ৯. যাত্রাবাড়ী এলাকা থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাইফুল ইসলাম ওমর (২৩), তিনি মাদরাসাছাত্র; ১০. যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকিল (২১), তিনি শিক্ষার্থী ছিলেন।

২১. যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইসমাইল রাব্বি (২২), তিনি পলিটেকনিক্যালের শিক্ষার্থী; ২২. বংশাং এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রনি (১৭), তিনি শিক্ষার্থী; ২৩. যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন অজ্ঞাতপরিচয় যুবক (২০); ২৪. যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন অজ্ঞাতপরিচয় ব্যক্তি (৪০); ২৫. বংশাল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন হামিদুর রহমান (২২), তিনি একজন শিক্ষার্থী; ২৬. যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অজ্ঞাতপরিচয় যুবক (২০); ২৭. যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অজ্ঞাতপরিচয় যুবক (৩৫); ২৮. যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অজ্ঞাতপরিচয় যুবক (২২); ২৯. যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অজ্ঞাতপরিচয় যুবক (২৮); ৩০. যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অজ্ঞাতপরিচয় যুবক (৩২)।

৩১. যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অজ্ঞাতপরিচয় যুবক (৩০); ৩২. যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অজ্ঞাতপরিচয় (২০); ৩৩. যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত অজ্ঞাতপরিচয় (২৬); ৩৪. ধোলাইপাড়ে নিহত হন শাওন (১৫); ৩৫. ধোলাইপাড়ে নিহত আবু রায়হান (২১); ৩৬. ধোলাইপাড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অজ্ঞাতপরিচয় যুবক (৩০); ৩৭. যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অজ্ঞাতপরিচয় (২৫); ৩৮. ধোলাইপাড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আব্দুল হান্নান (৫০); ৩৯. যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অজ্ঞাতপরিচয় যুবক (২৪); ৪০. যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মনোয়ার (৫৫)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com