1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন

বাংলাদেশের অর্থনীতি এখন ভালো অবস্থানে রয়েছে: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত বলে মন্তব‌্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,  ‘এখন দেশের অর্থনীতি কম-বেশি ভালো অবস্থানে রয়েছে।’ বুধবার (১৬ সেপ্টেম্বর) সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের বাজেট ঘোষণা করেছি, জানি না কতদূর করতে পারবো (বাজেট বাস্তবায়ন), তবে আমাদের প্রস্তুতি নিতে হবে।’

করোনার কারণে রেমিট্যান্স কমে যেতে পারে বলে আশঙ্কা করা হলেও এক্ষেত্রে বিপরীত প্রবণতা দেখা গেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রেমিট্যান্স বৃদ্ধি পেয়ে এখন ৩৯.৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। রেমিট্যান্সের জন্য আমরা ২ শতাংশ বিশেষ প্রণোদনা দিচ্ছি, আমাদের বিদেশি রিজার্ভ এখন ভালো অবস্থানে রয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘গত কয়েক বছর ধরে বাজেটের ঘাটতি পাঁচ শতাংশ নির্ধারণ করা হলেও, সরকার এবার বাজেটের ঘাটতি ৬ শতাংশ নির্ধারণ করেছে। প্রয়োজন হলে ১০ শতাংশ করতাম, তবে তার প্রয়োজন হয়নি।’

করোনা ছাড়াও সরকারকে কিছু প্রাকৃতিক বিপর্যয়েরও মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়ায় আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছি।’ তিনি  আরও বলেন, ‘দেশে দীর্ঘস্থায়ী বন্যার পূর্বাভাস ছিল। এখনো কিছু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  নদী ভাঙন আরও খারাপের দিকে মোড় নিয়েছে। আমরা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। চেষ্টা করছি।

শেখ হাসিনা বলেন, ‘সরকারের পাশাপাশি আওয়ামী ল‌ীগও জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

আওয়ামী লীগ সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘অন্য কোনো দল ক্ষমতায় থাকলে তারা কখনোই এই কাজ করতো না। এর পরিবর্তে, তারা এ সংকটকে পুঁজি করে কিছু সুযোগ-সুবিধা অর্জনের চেষ্টা করতো। কিন্তু আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কঠোর পরিশ্রম করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com