1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

রোনালদোর ‘হাজারতম’ ম্যাচে আল নাসরের জয়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবে খেলতে গিয়ে গেল মৌসুমে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন সময়ের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার আরেকটি মাইলফলক ছোঁয়ার রাতে জেতালেন দলকেও। ক্লাব ক্যারিয়ারে হাজারতম ম্যাচ খেলতে নামা রোনালদোর একমাত্র গোলেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ফেইহাকে ১-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর।

ম্যাচে প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ পান রোনালদো। তবে কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধের শেষদিকে দারুণ এক গোল করলেন পর্তুগিজ তারকা। সেটিই গড়ে দিল ব্যবধান। আল ফেইহাকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল আল নাসর।

ম্যাচের ৮১তম মিনিটে গোলটি করেন রোনালদো। সতীর্থের পাস বক্সের বাইরে পেয়ে কাছেই থাকা মার্সেলো ব্রজোভিচের পায়ে তুলে দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। এরপর ফিরতি বল পেয়ে ডান পায়ের ভলিতে জাল কাঁপিয়ে দেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ তারকা।

এই ম্যাচের মধ্যে দিয়ে ইউরোপ ও এশিয়ার ক্লাব ক্যারিয়ার মিলিয়ে ১ হাজার ম্যাচ খেলে ফেললেন রোনালদো। যার মধ্যে সবচেয়ে বেশি ৪৩৮ ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬, জুভেন্টাসের হয়ে ১৩৪, স্পোর্টিং লিসবনের হয়ে ৩১ ও আল নাসরের হয়ে ৫১ ম্যাচ খেলেছেন তিনি।

জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে রোনালদোর খেলা ম্যাচ সংখ্যা ১২০০। গত ডিসেম্বরে এই মাইলফলকও গোল করে রাঙিয়েছিলেন সময়ের অন্যতম সেরা এই তারকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!