আশরাফ আহমেদ উল্লেখ করেন, ‘বিশ্বের উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতে শিল্প খাতের প্রয়োজনের নিরিখে দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষাক্রম সংস্কারসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়, যদিও আমাদের দেশে বিষয়টি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় নয়।’তিনি বলেন, ‘আমাদের শিল্প খাতের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউট (ডিবিআই) বেশ কিছু সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ডিপ্লোমা, পোস্ট-গ্র্যাজুয়েটসহ নানামুখী প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে।’
ইউল্যাবের উপাচার্য ইমরান রহমান বলেন, ‘আমাদের শিক্ষিত তরুণদের প্রায় ৪০ শতাংশ কর্মহীন, যা খুবই হতাশাব্যঞ্জক এবং এ অবস্থা উত্তরণে শিক্ষা ও শিল্প খাতের সুসমন্বয়ের কোনো বিকল্প নেই।’
কর্মক্ষেত্রের পরিবেশ ও প্রয়োজন সম্পর্কে ধারণা দিতে ইন্টার্নশিপের পাশাপাশি অ্যাপ্রেনটিসশিপের উদ্যোগ গ্রহণের ওপর তিনি জোরারোপ করেন। এ ছাড়া তিনি তথ্য-প্রযুক্তি ভিত্তিক শিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমে শিল্প খাতের আর্থিক বরাদ্দকে কর অব্যাহতির সুযোগ দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান, যা এ কার্যক্রমে বেসরকারি খাতকে আরো বেশি হারে সম্পৃক্তকরণে উৎসাহিত করবে।