কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে ইইউয়ের হাইরিপ্রেজেন্টেটিভ বলেন, ‘গত ২৭ জুলাই লাওসে আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে আমি বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে সম্প্রতি বাংলাদেশে সরকারের ‘শ্যুট অন সাইট’ নীতি ঘোষণা এবং বেআইনি হত্যাকাণ্ডের ঘোষণায় আমার গভীর উদ্বেগ জানিয়েছি। আমি আইন প্রয়োগকারী বাহিনীর কর্মীদের হত্যা, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার এবং সম্পদের ক্ষতি নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন।’
ইইউ হাইরিপ্রেজেন্টেটিভ বলেন, ‘এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। প্রতিবাদকারী, সাংবাদিক ও ছোট শিশুসহ অন্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মাত্রাতিরিক্ত ও প্রাণঘাতী বল প্রয়োগের অসংখ্য ঘটনার অবশ্যই পূর্ণ জবাবদিহি থাকতে হবে। হাজারো ব্যক্তিকে গ্রেপ্তারের প্রক্রিয়া যথাযথ হতে হবে।’